বান্দবানের পৌর এলাকায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৭/০৮/২০২১, ৭:০০ PM / ১৪০
বান্দবানের পৌর এলাকায়  কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানে আজ থেকে বড় পরিসরে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। জেলা সদর সহ মোট ৩৩ টি ইউনিয়নে এই টিকা দান কর্মসুচি চলবে।

এ উপলক্ষে ৭ই আগস্ট শনিবার সকালে বান্দরবান বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়ে বান্দরবান পৌরসভার আয়োজনে এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় পৌর এলাকায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জেন অংসুইপ্রু মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লুৎফর রহমান, জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ, ডিপুটি সিভিল সার্জেন মনটিং প্রু সহ পুলিশের উর্ধতন কর্মকর্তা।এছাড়াও পৌর এলাকার ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ টিকাদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে যোগদেন।

উদ্ভোধনী অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী কোভিড-১৯ টিকাদান কার্যক্রম সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিচালনার ব্যাপারে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম প্রসংগে সিভিল সার্জেন ডাঃ অংসুইপ্রু মারমা জানান জেলা সদর ও সকল ইউনিয়ন সহ মোট ৪২টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। বর্তমানে ৩২ হাজার Sinopharma China 202106B1157 টিকা আমাদের হাতে মজুদ আছে।

টিকাদান কর্মসূচির প্রথমদিনে বান্দরবানের পৌর এলাকার টিকা কেন্দ্র গুলোতে জনসাধারণের মাঝে প্রচুর উৎসাহ লক্ষ্য করা গেছে। তবে টিকা নিতে আশা অনেকেই মনে করেন স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে টিকা কেন্দ্র গুলোতে শৃঙ্খলা বজায় রাখার জন্য অতিরিক্ত সেচ্ছাসেবী ভোলান্টিয়ার প্রয়োজন।

এটা নিশ্চত করা গেলে স্বাস্থ্য বিধি মেনে টিকা নিতে আসা জনসাধারন  করোনা ঝুঁকি থেকে অনেকাংশে নিজেদের বাঁচাতে পারবে।