লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোবিনুল ইসলাম রোহান (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।সোমবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেনে লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ ।
মৃত শিক্ষার্থী চেয়ারম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও লামা পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড নারকাটা ঝিড়ি এলাকার মো. আব্দুল হাকিমের ছেলে।লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রফিক পরিবারের সদস্যদের বরাতে জানান, মোবিনুল ইসলাম রোহানসহ পাড়ার দুয়েকজন মিলে দুপুরে টাংকি পাহাড় এলাকায় মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় রোহান হঠাৎ পানিতে তলিয়ে যায়। পরে জানাজানি হলে বেলা আড়াইটায় রোহানের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।
নিহতের বাবা আব্দুল হাকিম বলেন, স্কুল ছুটির পরে রোহান বন্ধুদের সাথে নদীতে গোসল করতে যায়। সেখানে পানিতে ডুবে তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাই। কিছুক্ষণ পরে নদীতে তার লাশ ভেসে উঠে। সন্তানের লাশ বাড়িতে নিয়ে আসি।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন কাপনের অনুমতি চাচ্ছে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :