বান্দরবানের রাজবিলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৪/১০/২০২৩, ৯:০৩ PM / ২৩
বান্দরবানের রাজবিলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা।

বান্দরবান রাজবিলা ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

শক্রবার ১৩ই অক্টোবর সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশসিং এমপি প্রধান অতিথি হিসব উপস্থিত থেকে রাজবিলা উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফলক উন্মাচন করন।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৬ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয়ে ৪টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৫টি কাজর উদ্বোধন, পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ৮৬ লক্ষ টাকা ব্যয় ২টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, এলজিইডি এর বাস্তবায়নে ২কাটি ৪৭ লক্ষ টাকা ব্যয় ৪টি কাজের উদ্বোধন ও দুর্যাগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে ৮৭ লক্ষ ৮৪ হাজার টাকা ব্যয়ে ১৪ মিটার একটি ব্রীজর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী।
উদ্বোধন পরবর্তী স্থানিয় বাসিন্দাদের সাথ এক আলাচনা সভায় যোগ দেন পার্বত্য মন্ত্রী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশসিং বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করত পারছে।
এসময় মন্ত্রী আগামীতেও দেশের উন্নয়নে সবাইকে আওয়ামীলীগ সরকারের পাশে থাকার আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মিজানুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকশলী মো জিয়াউল ইসলাম মজুমদার, পার্বত্য জলা পরিষদর নির্বাহী প্রকৌশলী,মোঃ জিয়াউর রহমান,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী, আবু বিন ইয়াছির আরাফাত সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।