বান্দরবানে অন্ধ কল্যাণ সমিতি গঠন।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৪/০৯/২০২২, ৬:০৯ PM / ২৫
বান্দরবানে অন্ধ কল্যাণ সমিতি গঠন।

অন্ধত্য প্রতিরোধে এবং অন্ধ ব্যক্তিদের সুচিকিৎসা ও সহায়তার লক্ষ্য নিয়ে বান্দরবানে গঠিত হয়েছে অন্ধ কল্যাণ সমিতি।

৪ সেপ্টেম্বর (রবিবার) সকালে বান্দরবান পৌরসভার একটি রেস্টুরেন্টে বান্দরবানের প্রবীন সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া প্রতিষ্টাতা হিসেবে এই অন্ধ কল্যাণ সমিতির আত্মপ্রকাশ করেন।

এসময় এক সভার মাধ্যমে উপস্থিত সকলের সম্মতিক্রমে সভাপতি পদে অংচমং , সাধারণ সম্পাদক পদে রাজেশ দাশ এবং অর্থ সম্পাদক পদে কৌশিক দাশ এর নাম ঘোষনা করা হয় এবং সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।

সমিতির নবনির্বাচিত সভাপতি অংচমং জানান, অন্ধত্য যেকোন কারো হতে পারে আর যেকোন কারণেই হতে পারে।

এসময় তিনি আরো বলেন, অনেকে অন্ধত্য বরণ করেছে এবং অনেক আর্থিক অবস্থার কারণে অন্ধত্য বরণের পথে যাচ্ছে আর আমাদের এই সংগঠন সামাজিক দায়বদ্ধতা থেকে আগামীতে তাদের পাশে থাকার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে।

নবনির্বাচিত সভাপতি অংচমং আরো বলেন, নতুন কমিটি আগামী ৩বছরের জন্য কাজ করবে এবং আগামী ৭দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

 

 

 

রাইখালীতে বন বিভাগের অভিযানে বানরছানা উদ্ধার।