নিজস্ব সংবাদদাতা।
বান্দরবানে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রুবার ১৩ অক্টোবর সকালে জেলা প্রশাসন বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় হতে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ে হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক, মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক, উম্মে কুলসুম,নির্বাহী ম্যাজিস্ট্রেট,মোঃ আসিফ রায়হান,উপজেলা নির্বাহী কর্মকর্তা, উম্মে হাবীবা মীরা সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।
আপনার মতামত লিখুন :