বান্দরবানে এই প্রথম পঞঞাপারমী মহাবিজ্জালয়া পালি কলেজ উদ্বোধন।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৯/০৯/২০২২, ২:২৯ PM / ১৭
বান্দরবানে এই প্রথম পঞঞাপারমী মহাবিজ্জালয়া পালি কলেজ উদ্বোধন।

বান্দরবানের এই প্রথম পঞঞাপারমী মহাবিজ্জালয়া পালি কলেজ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

৯ সেপ্টেম্বর শুক্রবার সকালের বান্দরবান পৌর শহর ৫নং ওয়ার্ডের উজানী পাড়া রাজগুরু বৌদ্ধ বিহারে উন্মোচন করা হয়।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নের ১কোটির টাকার ব্যায়ের বৌদ্ধ ভিক্ষুদের জন্য পঞঞাপারমী মহাবিজ্জালয়া পালি কলেজ উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন বীন আরাফাত, জেলা পরিষদের সদস্য তিংতিং ম্যা,প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সুয়ালক মৌজা হেডম্যান মংথোয়াই চিং মারমাসহ রাজনৈতিক ও ধর্মীয়  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

 

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পুর্ণিমা উদযাপন।