মোঃ শহীদুল ইসলাম,জয়বাংলা নিউজ ডেস্ক।
বান্দরবানে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যদিয় পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ওয়াগ্যোয়াই পোয়ে (প্রবারণা পূর্ণিমা)।
ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে ৩০শে অক্টোবর সোমবার সন্ধ্যায় বান্দরবান রাজার মাঠে ফানুস উড়ানো উৎসব ও আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এছাড়াও উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা,জনপ্রতিনিধি, মারমা সম্প্রদায়ের হাজারো জনসাধারণ।
পরে মন্ত্রী আকাশে ফানুস উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন এবং ড্রাগন আকৃতির রথে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন।
এসময় রাজার মাঠে উৎবের মূল আকর্ষণ ফানুস উৎসব, ও আতশবাজি ফুটিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী নরনারী,যুবক যুবতীরা আনন্দ করে।এছাড়া ড্রাগন আদলে রথে বৌদ্ধ মুর্তিকে পুজো করেছে পূণ্য লাভের আশায়।
রাতের আকাশে ফানুসের আলো দুর থেকেও দৃষ্টি কাড়ছে হাজারো দর্শনার্থীদের,এই ফানুস উৎসব দেখার জন্য দুরদুরান্ত হতে অনেক পর্যটক সমবেত হয়েছে উৎসব স্থলে।
এসময় পার্বত্য মন্ত্রী প্রবারণা পূর্নিমা উপলক্ষে পার্বত্য বান্দরবানের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান,দেশ বাসীর প্রতি শুভেচ্ছা জানান,এসময় তিনি বলেন বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে এই দিনে আমাদের প্রত্যাশা আমরা সকলেই স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থাকবো।মন্ত্রী দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের সপ্ন বাস্তবায়নের অংশীদার হওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :