বান্দরবানে খুনের দায়ে একজনকে মৃত্যুদন্ড।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৪/০৮/২০২২, ৭:২৯ PM / ১৪
বান্দরবানে খুনের দায়ে একজনকে মৃত্যুদন্ড।

বান্দরবানে অতিরিক্ত দায়রা জজ এর আদালতের রায়ে নুশৈমং মার্মাকে খুনের দায়ে হ্লাসিংমং নামে একজনকে মৃত্যু দন্ড প্রদান করা হয়েছে।মৃত্যু দন্ড প্রাপ্ত হ্লাসিংমং বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু উজানি পাড়া,৬নং ওয়ার্ডের,ক্যঅং প্রু মারমার ছেলে।

৪ই আগস্ট বৃহস্পতিবার বিকাল ৩ টায় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো.আবু হানিফ এই রায় দেন।

উল্লেখ্য গত ২৬শে জুলাই ২০১৭ ইং তারিখে নুশৈমং নিজ বাসা হতে জুম চাষের উদ্দেশ্যে বের হওয়ার পর বিকেল অবদি ফিরে না আশায় তার স্ত্রী ছৌমে মার্মা ও তার ছোট ভাই মংশৈ মার্মা তাকে খোজার উদ্দেশ্য বের হয়।
খোঁজাখুজির এক পর্যায়ে সন্ধ্যা ৬ টায় জুমচাষের জমীর সামনের ঢালু জায়গায় নুশৈমং এর মৃত দেহ দেখতে পান।

ঘটনার পর রুমা থানার তদন্ত প্রতিবেদন ও স্বাক্ষীর স্বাক্ষ প্রমান, আসামির নিজ স্বীকারোক্তির উপর ভিত্তি করে তাকে মৃত্যু দন্ডের আদেশ,এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদয়ে অতিরিক্ত আরো তিন বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন অতিরিক্ত দায়রা জজ আদালত,বান্দরবান এর বিচারক মো.আবু হানিফ।

 

 

৫৫ফুট উচ্চতার গোল্ডেন বুদ্ধ বিহার পর্যটনের নতুন সম্ভাবনা।