বান্দরবানে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(দ.) উদযাপন


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২৮/০৯/২০২৩, ৭:১৮ PM / ২০
বান্দরবানে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(দ.) উদযাপন

জয়বাংলা নিউজ ডেস্ক। 

বিশ্ব মানবতার মুক্তির দূত,দো-জাহানের বাদশা,রহমাতুল্লিল আলামিন হযরত মোহাম্মদ (সা.) এ ধরায় আগমনে সকল কুসংস্কারের অন্ধকার দূর হয়েছিলো।

এরই ধারাবাহিকতায় এই দিনটা শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত নয়,আল্লাহর সৃষ্টিজগতের সকল কিছুর জন্য রহমত।
বৃহস্পতিবার ২৮শে সেপ্টেম্বর সকালে
গাউসিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান পার্বত্যজেলার আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে বিশাল জশনে জুলুস (আনন্দ মিছিল) বের হয়ে নাতে রাসুল(দ.), তাকবির(স্লোগান) এর মাধ্যমে বান্দরবানের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভাস্থ খানকাহ-এ কাদেরিয়ার তৈয়বিয়া অডিটোরিয়ামে এসে সমাপ্ত হয়।

 

এরপর ইসলামিক নাত জলসার পর মিলাদ কিয়াম-দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিকতা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান পার্বত্যজেলার প্রধান উপদেষ্টা আবদুর রহিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান পার্বত্যজেলার উপদেষ্টা মোজাম্মেল হক্ব বাহাদুর,সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নিজামউদ্দীন চিশতী, এছাড়াও উপস্থিত ছিলেন আবদুল করিম,ডিআইও-১, সৈয়দ শহীদুল ইসলাম, ওসি,সদর থানা,ইসলামি ফাউন্ডেশনের সচিব,মুহাম্মদ জাহাঙ্গীর আলম,জুলফিকার আলি জুলু, হারুনুর রশীদ,বিশেষ বক্তা,ফয়জুল্লাহ কাদেরী, মুস্তাফিজুর রহমান কাদেরী,মুহাম্মদ ইসহাক,৪নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক,সদস্য সচিব তমিজ উদ্দিন চৌধুরী,সদস্য সচিব, সৈয়দ নুর।

এছাড়া সঞ্চালনায় ছিলেন মাওলানা আবু তালেব মঈনী।সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান পার্বত্য জেলা সভাপতি, আসহাব উদ্দিন।