মোঃ শহীদুল ইসলাম,জয়বাংলা নিউজ ডেস্ক।
আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি।
মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।
দিবসটি উপলক্ষে শুক্রবার ৩ই নভেম্বর সকালে বান্দরবান জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে জেলা আওয়ামীলী ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,জেলা পরিষদের সদস্য,ক্যসাপ্রু মারমা সহ জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :