নিজস্ব সংবাদদাতা।
দেশ ব্যাপী বিএনপি-জামাতের সকাল-সন্ধ্যা হরতালের ডাকে বান্দরবানেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার অভ্যান্তরীণ যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।হরতালের তেমন কোন প্রভাব পড়ে নি স্বাভাবিক জনজীবনে।রাস্তায় হরতালের সমর্থনে বিএনপির কোন নেতাকর্মীদের দেখা যায়নি।
২৯অক্টোবর (রবিবার) সকাল থেকে বান্দরবান বাস স্টেশন থেকে কোন প্রকার দূরপাল্লার বাস স্টেশন ছেড়ে যায়নি।
পূরবী বাস চালক মোঃ রফিক জানান সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম -কক্সবাজারসহ দুরপাল্লার বাস ছেড়ে যায়নি তবে অভ্যন্তরীণ রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বান্দরবান শৈলশোভা বাস মালিক সমিতির কার্যনিরবাহী কমিটির সভাপতি অমল দাশ জানান, জেলার অভ্যন্তরে হরতালের তেমন প্রভাব না থাকায় জেলার অভ্যন্তরে রুমা-থানচি ও রোয়াংছড়ি উপজেলার সাথে সকল যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
বান্দরবান-কেরানীহাট-চট্টগ্রাম চেয়ার কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝুন্টু জানান, হরতালের কারনে আরাকান সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় সকাল থেকে জেলা শহর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোঃ রায়হান কাজেমী জানান, পুলিশ সতর্ক অবস্থানে আছে এবং জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এখনো পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :