বান্দরবানে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৭/০৩/২০২১, ৭:৩৪ PM / ১১
বান্দরবানে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

বান্দরবানে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চের কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (৭ মার্চ) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

পরে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বান্দরবান জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী।

এ সময় বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমীন পারভীন তিবরীজির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জাতীয় কমিটির সদস্য আবদুর রহিম চৌধুরী প্রমূখ।

এর আগে সকাল ৯ টায় বান্দরবান সরকারি মহিলা কলেজে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও নবনির্মিত প্রতিকৃতির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী সহ অনেকে।