বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ইউনিট অফিস উদ্ভোদন


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২৭/১২/২০২১, ৮:৫৪ PM / ২২
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ইউনিট অফিস উদ্ভোদন

মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান সংবাদ দাতা:
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট অফিসের শুভ উদ্ভোদন করা হয়েছে।উদ্ভোধন উপলক্ষে ২৭শে ডিসেম্বর সকালে পর্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভবনটি নির্মানে প্রকল্প ব্যায় হয় ৬ কোটি টাকা।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শেখ ছাদেক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজ্জামেল হক বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, পৌর প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর’উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন ইলেকট্রনিকস্ ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন,দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার, নির্মানাধীন এই পর্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ইউনিট অফিস ভবনটি নির্মান সম্পুর্ণ হলে বান্দরবান পর্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কার্যক্রম পরিচালনা করতে যোগ হবে নতুন মাত্রা।এর সুফল পাবে বান্দরবানে বসবাসরত সকল নাগরিক ।