জয়বাংলা নিউজ ডেস্ক।
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে ৬ কোটি টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নবনির্মিত অফিস ভবন নির্মাণ এর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
১লা নভেম্বর বুধবার সকালে বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা,ভাইস চেয়ারম্যান, মোঃ হারুন-অর-রশীদ,সদস্য (প্রশাসন),মোঃ জসিম উদ্দীন,অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ শাহ আলম,অতিরিক্ত জেলা প্রশাসক,মোঃ সাইফুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, লক্ষী পদ দাশ,পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম,পার্বত্য চট্টগ্রাম বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত সহ সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :