বান্দরবানে বঙ্গবন্ধু সহ শহীদদের ৪৭তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে ছাত্রলীগের মশাল মৌন মিছিল।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৪/০৮/২০২২, ১০:৪৩ PM / ১৬
বান্দরবানে বঙ্গবন্ধু সহ শহীদদের ৪৭তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে ছাত্রলীগের মশাল মৌন মিছিল।

হাজারো নেতাকর্মীদের মশালের আলোয় রাজপথ আলোকিত চারপাশ।স্লোগানে স্লোগানে মুখরিত বঙ্গবন্ধু মুক্তমঞ্চের চারপাশ।
“অন্ধকার থেকে আলোর পথে”

এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলা শাখার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শহীদ পরিবারের ৪৭তম শাহাদাত বার্ষিকী,জাতীয় শোক দিবস উপলক্ষে মশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

১৪ই আগস্ট রবিবার সন্ধ্যা ৭ টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর বাসস্থানের সামনে হতে মশাল জ্বালিয়ে জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা পায়ে হেটে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ অভিমূখে যাত্রা করে।ছাত্রলীগের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্্রদ্ধা নিবেদন করছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

পায়ে হেটে এই মশাল মৌন মিছিলে অংশগ্রহণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।এছাড়া জেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহীলা আওয়ামীলীগ,কৃষকলীগ সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হাতে মশাল ও মোমবাতি জালিয়ে মৌন মিছিল অংশগ্রহণ করেন।পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।

দলীয় নেতাকর্মীদের মৌন মিছিলের একাংশ

আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ এর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক জনী সুশীল এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য আব্দুর রহিম চৌধুরী,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,লক্ষী পদ দাশ সহ জেলা আওয়ামীলীগ ও এর অংঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।সংক্ষিপ্ত বক্তব্যের পরে পার্বত্য মন্ত্রী বঙ্গবন্ধু মুক্তমঞ্চে,বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে এক মিনিট নিরবতা পালন করেন।

 

বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উন্মুক্ত,চিত্রাঙ্কন,আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ।