বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস পালন


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৮/১০/২০২৩, ১০:৩২ PM / ১৭
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস পালন

নিজস্ব সংবাদদাতা।

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস ২০২৩ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার ১৮ই অক্টোবর সকালে জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্চে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

সকাল ৯ টায় বান্দরবান জেলা প্রশাসক চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে বান্দরবান শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয় এসে শেষ হয়।

পরবর্তীতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুর রহমান এর সভাপতিত্বে শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উম্মে কুলসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) , সাইফুল ইসলাম,বান্দরবান জেলার সিভিল সার্জন, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান,সহকারী কমিশনার, অরুপ রতন সিংহ,অতিরিক্ত পুলিশ সুপার, হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

আলোচনা সভায় বক্তারা বলেন শেখ রাসেলের আত্মত্যাগ যেন সকল শিশুর যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠার প্রেরণা। বেঁচে থাকলে শেখ রাসেল একজন সফল নেতা হতে পারতেন। পারিবারিক ঐতিহ্যের যোগ্য উত্তরসূরি হয়ে উঠতেন। কিন্তু ঘাতকের নির্মমতার শিকার হতে হয়েছে নিষ্পাপ শিশু রাসেলকে।

এ সময় শেখ রাসেলের জন্ম দিবস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া, কবিতা আবৃতি সহ অন‍্যান‍্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।