বান্দরবানে বাংলা নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৪/০৪/২০২৪, ৩:২৯ PM / ৭২
বান্দরবানে বাংলা নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান

জয়বাংলা নিউজ ডেস্ক। 

 

বান্দরবানে বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৪ এপ্রিল (রবিবার) সকালে জেলা প্রশাসন বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ বাংলা বর্ষবরণ উপলক্ষে জেলায় বসবাসকারী পাহাড়ি,বাঙ্গালী সকলেই বর্ণিল সাজে সজ্জিত হয়ে সম্প্রিতির মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।

শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংস্কৃতিক ইনস্টিটিউট গিয়ে শেষ হয়।

এদিকে মঙ্গল শোভাযাত্রা শেষে বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে কেএস আই এর অডিটোরিয়াম হলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর উশৈসিং বলেন সম্প্রতির এই বান্দরবানে ১২ টি বাঙ্গালী পাহাড়ি সহ ১২ টি সম্প্রদায়ের জনসাধারণ বিভিন্ন নামে এই পহেলা বৈশাখ পালন করছি,আগামীতে জেলা প্রশাসনের সমন্বয়ে আরো বড় পরিসরে পহেলা বৈশাখ পালন করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, জেলা পুলিশ সুপার সৈকত শাহীন, পৌর মেয়র মোঃ সামসুল ইসলাম,জেলা আওয়ামীলী সাধারণ সম্পাদক, লক্ষী পদ দাশ সহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা,প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।