বান্দরবানে বিএইচবিএফসি’র শাখা অফিস উদ্বোধন


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০২/০৭/২০২৩, ৬:৪৭ PM / ৪০
বান্দরবানে বিএইচবিএফসি’র শাখা অফিস উদ্বোধন

 নিজস্ব সংবাদদাতা।

বান্দরবান জেলা সদরে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।

রবিবার ২ই জুলাই তারিখে শহরের ভিআইপি রোডস্থ অফিস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান ভার্চুয়ালি অফিসটি উদ্বোধন ঘোষণা করেন।

বিএইচবিএফসি’র সেবা গ্রহীতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও চট্টগ্রাম জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন। বান্দরবানে বিএইচবিএফসি’র গৃহঋণ সেবা আগে থেকেই চালু রয়েছে।

সংস্থাটির চট্টগ্রাম প্রধান শাখা অফিস থেকে এ অঞ্চলে ঋণ সেবা কার্যক্রম পরিচালনা করা হতো। এলাকায় নতুন এ অফিস চালুর ফলে প্রতিষ্ঠানটি ঋণসেবা জনগণের হাতের নাগালে পৌঁছেছে।

এর ফলে এ অঞ্চলে গৃহঋণের প্রবাহ অনেক বাড়বে এবং জনগণ ব্যাপকভাবে উপকৃত হবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

 

 

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে- বীর বাহাদুর উশৈসিং