বান্দরবানে বিজয় দিবসের প্রস্তুতীমূলক সভা অনুষ্ঠিত


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৩/১২/২০২১, ১০:২৫ PM / ২৩
বান্দরবানে বিজয় দিবসের প্রস্তুতীমূলক সভা অনুষ্ঠিত

মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান সংবাদ দাতা:

আগামী ১৬ ডিসেম্বর বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে একযোগে  প্রধানমন্ত্রী কর্তৃক শপথ অনুষ্ঠান পরিচালনার লক্ষ্যে বান্দরবানে চুড়ান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ ডিসেম্বর সোমবার সকাল ১১টায়  বান্দরবান জেলা প্রশাসক  ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,এমপি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক  লুৎফর রহমান,আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু সহ  বিভিন্ন সরকারি অফিসের উর্ধতন কর্মকর্ত ও  ইলেকট্রনিক  প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের  মন্ত্রী  সুবর্ণজয়ন্তী ও বিজয়ের দিনে মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগের প্রশংসা করেন।

আগামী ১৬ ডিসেম্বর সারাদেশের ন্যায় বান্দরবান স্টেডিয়ামেও  একযোগে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শপথ অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনার জন্য এবং জেলার সকল আইন শৃঙ্খলা বাহিনী ও সকল প্রতিষ্ঠান এতে জেলা প্রশাসন কে সহযোগীতা করার পরামর্ষ দেন।এর  পাশাপাশি জেলার সকল স্থরের নাগরিক কে উক্ত শপথ অনুষ্ঠানে অংশগ্রহনের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক শপথ অনুষ্ঠনে  অংশগ্রহণের জন্য আহব্বান জানান।