বান্দরবানে বিশ্ব পরিবেশ দিবস পালিত


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৬/০৬/২০২৪, ১২:৪৯ AM / ১৬
বান্দরবানে বিশ্ব পরিবেশ দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা।

 

বান্দরবান জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে,বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুন) সকালে দিবসটি উপলক্ষে

 

জেলা প্রশাসক  শাহ মোজাহিদ উদ্দিন এর নেতৃত্বে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন  উপলক্ষ্যে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  জেলা প্রশাসক চত্বরে এসে শেষ হয়।

পরবর্তীতে  জেলা প্রশাসক সম্মেলন কক্ষে, অতিরিক্ত জেলা প্রশাসক ,উম্মে কুলসুম এর সভাপতিত্বে বিশ্ব পরিবেশ দিবস  উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ,শাহ মোজাহিদ উদ্দিন ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার,   আব্দুল করিম, ডেপুটি সিভিল সার্জন,এম এম নয়ন সালাউদ্দিন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক,  মোঃ ফখর উদ্দিন চৌধুরী সহ সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা বৃনন্দ

বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী বৃন্দ, আলোচনার মাধ্যমে অত্যান্ত সহজভাবে পরিবেশ দিবসের লক্ষ্য,উদ্দেশ্য,গুরুত্ব এবং ক্ষূদ্র উদ্যোক্তাদের খামারের বর্জ ব্যবস্থাপনা, জ্বালানির উৎকৃষ্ট উৎস হিসাবে ব্যায়োগ্যাস এর উৎপাদন ও ব্যাবহার, স্বাস্থ্যবিধি রক্ষার্তে উদ্যোক্তাদের অনুসরণীয়,করণীয়, নিরাপদ খাদ্য,পরিবেশ রক্ষার্তে পরিবেশগত অনুশীলন সমূহ, পরিবেশ বান্ধব পদ্ধতিতে খামার ব্যবস্থাপনা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।