বান্দরবানে মাদক সহ গ্রেফতার একজন


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২১/১১/২০২৩, ৮:৫০ AM / ২৬
বান্দরবানে মাদক সহ গ্রেফতার একজন

নিজস্ব সংবাদদাতা। 

বান্দরবানে ২ এপিবিএন এর অভিযানে ইয়াবা সহ জিহান উদ্দিন (২৯) নামে একজন যুবক গ্রেফতার হয়েছে।

২ এপিবিএন এর প্রেস সুত্রে জানানো হয়, ২ এপিবিএন এর অধিনায়ক( অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর সার্বিক নির্দেশনায়, ২ এপিবিএন এর চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ২০শে নভেম্বর সন্ধ্যা ৭ টার দিকে এসআই (নিঃ) মাইকেল বনিক ও এএসআই(সঃ) মোঃ রবিউল করিম সিকদার সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পৌরসভার ৬ নং ওয়ার্ডে মেট্রো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন মামুন ফার্ণিচারের সামনে হতে জিহান উদ্দিন (১৯) কে ২৬০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবক কক্সবাজার জেলার উখিয়া,বালুখালী এলাকার জসিম উদ্দিন এর পুত্র।

এ বিষয়ে প্রেস সুত্রে জানানো হয় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রনআইন ২০১৮ এর ৩৬(১) সারণি ক্রমিক ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়।