বান্দরবানে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ১
জয় বাংলা নিউজ
প্রকাশের সময় : ২১/০৩/২০২১, ৭:২৫ PM /
৮
বান্দরবান রোয়াংছড়ি বাসষ্ট্যান্ড উপরে লেমুঝিড়ি আগা পাড়া বাইক মুখোমুখী সংঘর্ষে একজন আহত হয়েছে। আহতরা হলেন জয় (২৬) তার বাড়ি ৩নং
ওয়ার্ডের কালাঘাটা হালিয়া পাড়া। তিনি গ্যারেজে বস হিসেবে কাজ করেন। আজ ২০ মার্চ শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, বান্দরবান রোয়াংছড়ি বাসষ্ট্যান্ট হতে কালাঘাটা দিকে ঢাকা মেট্রো -হ ৪৯১৮২৫ গাড়িটি ধীরে যাচ্ছিলেন হঠাৎ বিপরীত মুখী বাইকটি গাড়ি টেষ্ট করতে কালাঘাটা হতে
জোড়ে টান দিয়ে বান্দরবান উদ্দেশে যাওয়ার সময়, যার গাড়ি নং কক্সবাজার ল-১১-০২১৩ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী বাইক সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহত ব্যক্তি জয় (২৬) কে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বান্দরবান সদর থানা এস আই গোবিন্দ ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল হতে দুইটি বাইককে থানা
আপনার মতামত লিখুন :