বান্দরবানে মৌজার সীমানা বিরোধ নিষ্পত্তি করল হেকাকপ


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৪/০৩/২০২১, ৩:০৬ PM / ১৭
বান্দরবানে মৌজার সীমানা বিরোধ নিষ্পত্তি করল হেকাকপ

বান্দরবানে দীর্ঘদিন ধরে চলা দুই মৌজার সীমানা জটিলতা নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি করেছে হেডম্যান কারবারি কল্যাণ পরিষদ (হেকাকপ)। গত বৃহস্পতিবার দুপুরে দুর্গম তামলৌপাড়ায় এ বিরোধের নিষ্পত্তি করা হয়। রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা মৌজা ও থানচি উপজেলাধীন পর্দা মৌজার মধ্যে এ বিরোধ চলছিল।

হেকাকপের যুগ্ম সাধারণ সম্পাদক ও তরুগু মৌজার হেডম্যান মংনু মারমা জানান, রেমাক্রী প্রাংসা মৌজার হেডম্যান লালজিনখুপ বম ও পর্দা মৌজার হেডম্যান হাপরু ম্রোর অনুরোধে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেয় হেকাকপ।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও বেতছড়া মৌজার হেডম্যান হ্লাথোয়াইহ্রী মারমা। প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক ও তারাছা মৌজার হেডম্যান উনিহ্লার সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা, থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, থানচি উপজেলার সাবেক চেয়ারম্যান খামলাই ম্রো, বন ও পরিবেশ সংরক্ষণ কমিটি বান্দরবানের সভাপতি জুয়ামলিয়ান আমলাই, রেমাক্রী প্রাংসা ইউনিয়নের চেয়ারম্যান জিরা বম ও ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান রিয়ালদো বম প্রমুখ।