নিজস্ব সংবাদদাতা।
বান্দরবানে শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১২ই অক্টোবর সকালে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ মুছা কোম্পানি, এর নেতৃত্বে বান্দরবান জেলা ও পৌর শ্রমিক লীগ কর্তৃক বান্দরবান আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করা হয়।
পরবর্তীতে বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে, শ্রমিক লীগ বান্দরবান পার্বত্য জেলা শাখা’র আয়োজনে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় জেলা শ্রমিক লীগ সভাপতি মুছা কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, আলহাজ্ব আব্দুর রহিম চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ সামসুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক, অজিত কান্তি দাশ,পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,
মোঃ কামাল পাশা সহ জেলা শ্রমিক লীগ ও পৌর শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
এসময় আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন ১৯৬৯ সালের ১২ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন।
শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণ এবং অধিকার আদায়ের লক্ষ্যে এ সংগঠন কাজ করে এবং ২০৪১ সালের মধ্যে একটি অসাম্প্রদায়িক,জনকল্যাণমুখী ও ক্ষুধা -দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ বির্নিমাণে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ঘোষিত কর্মসূচিসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে-ময়দানে থেকে জাতীয় শ্রমিক লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।
আপনার মতামত লিখুন :