জয় বাংলা নিউজ
প্রকাশের সময় : ২৮/০৩/২০২১, ৮:৪৩ PM /
৮
বান্দরবানে পার্বত্য জেলা পরিষদের টিআর-কাবিখা প্রকল্পের বরাদ্দকৃত অর্থ থেকে স্থানীয় কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও বান্দরবান পৌরসভার সড়ক পরিষ্কারের জন্য ২টি গাড়ি বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮মার্চ) সকালে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ ও পৌরসভার সড়ক পরিষ্কারের জন্য গাড়ি বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এতে পার্বত্য মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে কৃষকদের উন্নয়নের জন্য বিভিন্ন সহযোগিতা করে আসছি। এছাড়া বান্দরবান পৌরসভার সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষে রাস্তা পরিষ্কারের জন্য ২টি গাড়িও দেওয়া হচ্ছে।
এ সময় জেলা পরিষদের পক্ষ থেকে বান্দরবান পৌরসভা সড়ক পরিষ্কারের জন্য ২৬ লাখ টাকা ব্যয়ে ক্রয়কৃত দুটি অত্যাধুনিক মিনি গাড়ি বান্দরবান পৌরসভার মেয়রের হাতে হস্তান্তর করা হয়। এছাড়া সদর উপজেলায় ২২ লাখ টাকা ব্যয়ে কৃষকদের মাঝে ১৪টি ধান মাড়াইয়ের মেশিন ও ৩৪টি সেচ প্রকল্পের পাম্প বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস, বান্দরবান পৌর সভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, জেলা পরিষদের সদস্য ক্যসা প্রু মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :