বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর দুই দিনব্যাপী বর্ণ্যাঢ্য আয়োজন।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৯/০৮/২০২২, ১০:০২ AM / ১৮
বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর দুই দিনব্যাপী বর্ণ্যাঢ্য আয়োজন।

সনাতন ধর্মাবলম্বীদের আবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে জেলায় দুই দিন ব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

১৮ই আগষ্ট বৃহস্পতিবার সকালে বান্দরবান জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের তুলশীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ।
বান্দরবান রাজার মাঠে অনুষ্ঠানে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দুই দিন ব্যপী কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ,জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের সভাপতি সুজন চৌধুরী,সাধারণ সম্পাদক অমল চৌধুরী,বাঙ্গাল হালিয়া জ্যোতিশ্বর বেদন্ত মট ও মিশনের অধ্যক্ষ স্বামী অভেদানন্দ ব্রম্ম্যচারী মহারাজ।

কর্মসূচি পালন উপলক্ষে সন্ধ্যায় ধর্ম সভা অনুষ্ঠিত হয়,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,স্থানীয় সরকারের উপপরিচালক লুৎফর রহমান,উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর সহ অন্যান্যরা।

নানা ধর্মীয় অনুষ্ঠানিকতা শেষে ২০শে আগস্ট শনিবার ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুতি নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হবে ২ দিন ব্যাপী বর্ণ্যাঢ্য আয়োজনের।

 

রোয়াংছড়ি আশিঁর দশকের ১২টি ঝুঁকি পূর্ণ বেইলি ব্রীজ-দ্রুততম সময়ে বাস্তবায়নের আশ্বাস সড়ক বিভাগের।