বান্দরবানে ১ম বারের মত যুব মহিলা লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৫/১১/২০২১, ১১:০৪ PM / ২০
বান্দরবানে ১ম বারের মত যুব মহিলা লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবান সংবাদদাতা:

বান্দরবানে এবারই প্রথম কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী  যুব মহিলা লীগের কমিটি গঠন হতে যাচ্ছে।
এ উপলক্ষে  যুব মহিলা লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৫ নভেম্বর শুক্রবার সকালে বান্দরবানের বঙ্গবন্ধু পাঠাগার এর সম্মেলন কক্ষে যুব মহিলালীগ এর কর্মী সমাবেশ ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ এর সভাপতি জোহরা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,ক্যসাপ্রু,জেলা যুবলীগের আহবায়ক কেলু মং, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার,যুব মহিলা লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড .সাহনাজ পারভীন ডলি,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তানিয়া হক শোভাসহ যুব মহিলালীগ এর কেন্দ্রীয় নেত্রীবৃন্দ এবং বান্দরবান জেলা মহিলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন বর্তমান সরকারের আমলে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হয়েছে। নারীরা এখন দেশের অনেক সেক্টরেই তাদের কাজের স্বাক্ষর রাখতে পারছে।দেশের উন্নয়ন,অগ্রগতি ও সমৃদ্ধির জন্য নারীদের অবদান অনেক।