বান্দরবানে ২৭৬ জন সহকারী শিক্ষকের নিয়োগ পত্র হস্তান্তর।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ৩০/০৭/২০২২, ৮:০৭ PM / ১৮
বান্দরবানে ২৭৬ জন সহকারী শিক্ষকের নিয়োগ পত্র হস্তান্তর।

সকল চাকরি চাকরি নয়,শিক্ষকরা মানুষ গড়ার কারিগর।এই পেশা কে সেবা হিসেবে গ্রহন করতে হবে।পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো পৌছে দিতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ২০৪১ বাস্তবায়নে,বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ নিয়ে জেলার সকল উপজেলার জনগোষ্টি যেনো সমান শিক্ষার আলোয় আলোকিত হতে পারে সেই লক্ষেই কাজ করে যাচ্ছে সরকার।

ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন জেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ।

জেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে এই সরকারের সময়ে বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই বিতরন সহ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যাবস্থাও গ্রহন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।নিয়োগ প্রকৃয়ায় শতকরা ৬০ ভাগ নারীদের অগ্রাধিকার দেয়া হয়েছে।

সকালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ এ চুড়ান্তভাবে নির্বাচিত ২৭৬ জন সহকারী শিক্ষকের নিয়োগ পত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

সকাল ১১টায় ক্যা শৈ হ্লা,চেয়ারম্যান,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সভাপতিত্বে,পরিষদের অডিটোরিয়াম রুমে এই নিয়োগ পত্র হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আগত নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের একাংশ।

জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উচিমং মার্মা এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মো.ছাদেক,অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস,ক্যা সা প্রু,মোজাম্মেল হক বাহাদুর,সত্যহা পাঞ্জি ত্রিপুরা, সিং ইয়ং ম্রো,তিং তিং ম্যা,নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক রফিকুল ইসলাম,মুখ্য নির্বাহী আব্দুল্লা আল মামুন।এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ ও সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা,রাজনৈতিক ব্যাক্তিবর্গ,নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও অভিভাবক ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এবারের প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৭ টি উপজেলা হতে দুইহাজার পাঁচশত জন শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে।

নির্বাচিত চূড়ান্তভাবে ২৭৬ জনকে নিয়োগ পত্র প্রদান কার্যক্রমের ব্যাবস্থা গ্রহন করেছে জেলা পরিষদ,বান্দরবান পার্বত্য জেলা।জেলা শিক্ষা কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী জেলায় মোট ৪৩৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,২০০০ সহকারী শিক্ষক নিয়োজিত আছে ২০২২ সালে নতুন করে আরো ২৭৬ জন নিয়োগ দেয়া হলো।

 

 

আরো পড়ুন –নাইক্ষ্যংছড়িতে ২৪ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন