বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৭/০৯/২০২৩, ৯:৫২ PM / ৮৫
বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

জয়বাংলা নিউজ ডেস্ক। 

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নের প্রায় এক কোটি টাকা ব্যয়ে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

১৭ই সেপ্টেম্বর রবিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী  প্রকৌশলী মোঃ এরশাদ সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
স্থানীয় সরকার উপ-পরিচালক এসএম মনজুরুল হক,বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন,  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ আলম,পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, আসিফ রায়হান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, রাজীব কুমার বিশ্বাস,বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি, অমল কান্তি দাস।