বান্দরবান জেলায় SSC পাশের হার ৯০.৮৫%


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ৩০/১২/২০২১, ৯:১৯ PM / ১২
বান্দরবান জেলায় SSC পাশের হার ৯০.৮৫%

মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান সংবাদ দাতা:
চট্রগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বান্দরবান জেলা হতে ২০২১ সালে SSC পরিক্ষায় অংশগ্রহন করেছে জেলার ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠান। এ বছর অংশগ্রহনকারী পরীক্ষার্থীর পাসের হার শতকরা ৯০ দশমিক ৮৫ শতাংশ।

২৯ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা তথ্য অফিস হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানা যায়।

২০২১ সালে বান্দরবান জেলায় SSC পরীক্ষার্থী মোট ৫ হাজার ৬৮ জন থাকলেও পরীক্ষায় অংশগ্রহণ করে ৪ হাজার ৯ শত ৭০ জন।পরীক্ষায় কৃতকার্য হয়ছে ৪ হাজার ৫ শত ১৫ জন।

সুত্র মতে এ বছর জেলায় অংশগ্রহনকারী পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ হতে ৩ শত ২৫ জন ছাত্রী ৩ শত ৫ ছাত্র, মানবিক বিভাগ হতে ১৮ শত ৭২ জন ছাত্রী, ১২ শত ৬৯ জন ছাত্র,ব্যাবসা ৫শত ৫ জন ছাত্রী, ৬ শত ৯৪ জন ছাত্র।

বিভাগ ভিত্তিক সংখ্যা ও পাশের হার, বিজ্ঞান বিভাগ হতে মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী ৬ শত ৩০ জন, কৃতকার্যের সংখ্যা ৬শত ৩জন, ছাত্র ২শত ৯১ জন,ছাত্রী ৩ শত ১২ জন। শতকরা পাশের হার ৯৫ দশমিক ৭১। মানবিক বিভাগ হতে মোট পরিক্ষার্থী ৩ হাজার ১ শত ৪১ জন,কৃতকার্যের সংখ্যা ৩ হাজার ১ শত ৪১ জন। ছাত্র ১১ শত ৪৯,ছাত্রী ১৬ শত ৬৭ জন। শতকরা পাশের হার ৮৯ দশমিক ৬৫। বানিজ্য বিভাগ হতে মোট পরিক্ষার্থী ১১ শত ৯৯ জন, ছাত্র ৬ শত ৩৪,ছাত্রী ৪ শত ৬২ জন। শত করা ৮ পরিক্ষায় অংশ নেয়।

এছাড়া বান্দরবান জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান ক‍্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ‍্যান্ড কলেজ থেকে এবারে SSC পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪৩ জন এবং কৃতকার্য হয় ১৪০ জন এর মধ্যে এ+ পেয়েছে ৬৬ জন এবং এ গ্রেড পেয়েছে ৪৫ জন,এই শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার ৯৭.৯০%।