বান্দরবান জেলা ছাত্রলীগের সম্মেলনে পদ প্রত্যাশীদের মনোনয়ন পত্র বিতরণ ২৯শে সেপ্টেম্বর।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২৮/০৯/২০২২, ১১:৩৭ PM / ১৫৭
বান্দরবান জেলা ছাত্রলীগের সম্মেলনে পদ প্রত্যাশীদের মনোনয়ন পত্র বিতরণ ২৯শে সেপ্টেম্বর।

দীর্ঘ ৭ বছরেরো অধিক সময় পর বান্দরবান জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইতিমধ্যে জেলা ছাত্রলীগ সম্মেলন কে ঘিরে আনন্দ উত্তেজনা বিরাজ করছে ছাত্রলীগ তৃণমূল নেতাকর্মীদের মাঝে।
সম্মেলন উপলক্ষে গত ২৪শে সেপ্টেম্বর জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ ও সাধারণ সম্পাদক জনি সুশীল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সম্মেলন প্রস্তুতি কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

সম্মেলনকে সফল করতে সম্মেলন প্রস্তুতি কমিটি সহ ৬ টি উপকমিটিতে একজন আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক এর সমন্বয়ে যাবতীয় প্রস্তুতি গ্রহন করেছে বান্দরবান জেলা ছাত্রলীগ।
২৮শে সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলা শাখার বার্ষিক সম্মেলন ২০২২ এর দপ্তর উপকমিটির আহ্বায়ক এহসানুল হক লিটন এবং দপ্তর উপ কমিটির যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রদান করে।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় আগামী ১৩ ই অক্টোবর ২০২২ বৃহস্পতিবার শিক্ষা শান্তি প্রগতির ধারক ও বাহক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলা শাখার বার্ষিক সম্মেলনে পদ প্রত্যাশী বা নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে বর্ণিত প্রত্যেক পদের বিপরীতে উল্লেখিত হারে মনোনয়ন পত্রের ফি প্রদান পূর্বক দলীয় কার্যালয়ের দপ্তর হতে মনোনয়ন পত্র সংগ্রহ করতে বলা হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় পদ প্রত্যাশিরা ২৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার হতে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবে।এবং আগামী ৬ই অক্টোবরের মধ্যে চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে সম্মেলন প্রস্তুতি কমিটি।

প্রার্থীতা শর্তাবলি গুলো হলো-

নিয়মিত ছাত্র-ছাত্রী হতে হবে, অবিবাহিত হতে হবে, প্রার্থীর বয়স ১৩ ই অক্টোবর ২০২২ তারিখে অবশ্যই ২৯ বছরের মধ্যে হতে হবে, বয়স প্রমানের ক্ষেত্রে কোন এপিডেপিড গ্রহণযোগ্য নয়, মনোনয়ন ফি সভাপতি পদ প্রার্থীর জন্য পাঁচ হাজার টাকা, সাধারণ সম্পাদক পদ প্রার্থীর জন্য তিন হাজার টাকা।
আবেদনপত্রের সাথে পাসপোর্ট সাইজের ছবি দুই কপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সত্যায়িত ফটোকপি,বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, জাতীয়তা সনদের ফটোকপি, মনোয়ন পত্র সংগ্রহের রশিদের ফটোকপি।