বান্দরবান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১০/১০/২০২৩, ১১:০১ PM / ৩০
বান্দরবান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

জয়বাংলা নিউজ ডেস্ক। 

বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১০ই অক্টোবর বান্দরবান পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার সৈকত শাহীন এর সভাপতিত্বে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোঃ রায়হান কাজেমী,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহ আলম,সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মোঃ নুরুল আনোয়ার সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা বৃন্দ এবং পুলিশ সদস্য বৃন্দ।
কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার সৈকত শাহীন অফিসার ও ফোর্সদের নিকট হতে বিভিন্ন সমস্যার বিষয়ে শুনেন এবং যথাযথ নির্দেশনা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার বান্দরবান পার্বত্য জেলার সার্বিক আইন শৃঙ্খলা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সার্বিক কাজে দক্ষতা প্রমাণের জন্য এবং ভালো কাজে আরো আগ্রহী করার জন্য পুলিশ কর্মকর্তাদের অর্থিক ভাবে পুরস্কার প্রদান করেন।