নিজস্ব সংবাদদাতা।
বান্দরবানে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বান্দরবান জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে বৃহস্পতিবার ২১শে সেপ্টেম্বর বান্দরবান পার্বত্য জেলার জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়েরমাননীয় মন্ত্রী এবং জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির উপদেষ্টা বীর বাহাদুর উশৈসিং এমপি।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ আলম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, এম এম শাহ নেওয়াজ,সদর উপজেলা নির্বাহী অফিসার, উম্মে হাবীবা মীরা,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, আসিফ রায়হান,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, রাজীব কুমার বিশ্বাস,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, আব্দুল মান্নান,জেলা পরিষদের সদস্য জনাব তিং তিং ম্যা সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।
সভায় প্রকল্পের আওতায় বাগান সৃষ্টি, জবরদখলকৃত বনভূমি ও অবৈধ ভূমি উচ্ছেদ, সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :