বান্দরবান পুলিশ সুপার ও সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২৭/০৮/২০২২, ১:৫২ PM / ১৫
বান্দরবান পুলিশ সুপার ও সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত।

পুলিশ এবং সাংবাদিক দেশের উন্নয়নে একে অন্যের সাথে ওতপ্রতভাবে জড়িত।সমাজের নানাবিধ সমস্যা সমাধানে একসাথেই কাজ করে সাংবাদিক ও পুলিশ সদস্য বৃন্দ।

এই ধারা অব্যাহত রেখে পার্বত্য বান্দরবানের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সাথে একসাথে কাজ করার কথা বলেন বান্দরবানে নবনিযুক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম।২৭শে আগস্ট শনিবার সকালে বান্দরবান সদর থানার কনফারেন্স রুমে বান্দরবানে নবনিযুক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম এর সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নবাগত পুশি সুপার কে ফুল দিয়ে বরন করছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন,অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশের উর্ধতন কর্মকর্তা, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সেক্রেটারি মিনারুল হক সহ জেলায় কর্মরত বিভিন্ন আঞ্চলিক,জাতীয় ও অনলাইন পত্রিকা,ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এসময় জেলার সাংবাদিক নেতৃবৃন্দ বিগত সময়ে পুলিশের কাজে সাংবাদিকদের সহযোগিতার কথা তুলে ধরেন,এবং আগামীতে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা বজায় রাখার কথা ব্যাক্ত করেন।

নিউজটির ভিডিও দেকতে – https://fb.watch/faDwOKQsdN/

 

নাইক্ষ্যংছড়িতে বার্মিজ সিগারেটসহ ৩ পাচারকারী আটক।