থানচি প্রতিনিধি।
থানচি বান্দরবানঃরাজধানীতে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে থানচিতপ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
২৯ই অক্টোবর ২০২৩ সকাল পৌনে এগারোটার সময় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতি থোয়াইহ্লা মং মারমা এর সভাপতিত্বে রাজধানীতে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান অং প্রু ম্রো,সহ সভাপতি মোঃ মহসিন,মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও মহিলা ভাইসচেয়ারম্যান নুমৈ প্রু মারমা।সহ-সভাপতি মালিরাম ত্রিপুরা।
সাংগঠনিক সম্পাদক শিমন ত্রিপুরাসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে শুরু হযে় বাজার প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।
বক্তব্যকালে বক্তারা বলেন আওয়ামীলীগ এর নেতা কর্মীরা বিএনপি জামায়াতের অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যের মৃত্যুর প্রতিবাদ জানান,যে বা যাহারা গাড়ি ভাঙচুর ও হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য দাবি করা হয়।
আপনার মতামত লিখুন :