বিজয় দিবসে প্রধানমন্ত্রী প্রদত্ত শপথ গ্রহন করলো বান্দরবানবাসী


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৬/১২/২০২১, ১১:৪৩ PM / ১৪
বিজয় দিবসে প্রধানমন্ত্রী প্রদত্ত শপথ গ্রহন করলো বান্দরবানবাসী

মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান সংবাদ দাতা:

বান্দরবানে মুজিব শতবর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শপথ গ্রহন অনুষ্ঠান উপলক্ষে ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টায়   জেলা স্টেডিয়ামে শপথ গ্রহনের বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা,জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী,পুলিশ সুপার জেরিন আক্তার(বিপিএম) সহ বিভিন্ন সরকারি,বেসরকারি প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন,জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ক্ষুদ্র নৃ গোষ্ঠী সংগঠন সহ,বাংলাদেশ আওয়ামীলিগ বান্দরবান জেলার নেতৃবৃন্দ,এবং আওয়ামীলিগ এর অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সধারন মানুষ সরাসরি এ শপথ গ্রহন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

জেলা স্টেডিয়ামে প্রায় ১০ হাজার এর অধিক মানুষের উপস্থিতিতে এই শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

হাজারো মানুষের হাতে লাল সবুজের পতাকা হাতে সারিবদ্ধভাবে স্বাস্থ্য বিধি তারা প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সরাসরি শপথ বাক্য সমস্বরে বলেন “শহিদের রক্ত বৃথা যেতে দেব না- দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব।
মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।”

এর পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বিজয় দিবসে অংশগ্রহণ কুচকাওয়াজ প্রদর্শনকারী টিমের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং শপথ অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানান এবং বিজয় দিবসের সার্বিক অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসক কে ধন্যবাদ জ্ঞাপন করেন।