বিটিকেএস ও টিএসএফ’র যৌথ উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২৩/০৯/২০২২, ৮:৩৭ PM / ২৭
বিটিকেএস ও টিএসএফ’র যৌথ উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ।

রবিজয় ত্রিপুরা,খাগড়াছড়ি।

 

বাংলাদেশ ত্রিপুরা কল‍্যাণ সংসদ, ভাইবোনছড়া উত্তর উপ-আঞ্চলিক শাখা ও ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, ভাইবোনছড়া ইউনিয়ন শাখা  যৌথ উদ্যোগে সাংগঠনিক সফর ও শিক্ষা উপকরণ বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

 

আজ (২৩ সেপ্টেম্বর, শুক্রবার ) সকাল ১০ টা ঘটিকায় “Phaidi Gam Swrwngma Swrwngno, Hodanw Por khalaioi Tisanw” কে মূল প্রতিপাদ্য রেখে বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ‍্যালয় হল রুমে এই সভা সম্পন্ন হয়।

সভায় বাংলাদেশ ত্রিপুরা কল‍্যাণ সংসদ, ভাইবোনছড়া উত্তর উপ-আঞ্চলিক  শাখা সভাপতি মাচাং সুবল ত্রিপুরা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল‍্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মাচাং তাপস ত্রিপুরা ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ত্রিপুরা কল‍্যিণ সংসদ, খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখা সভাপতি মাচাং বিপ্লব কান্তি ত্রিপুরা, সাধারণ সম্পাদক মাচাং মিহির কান্তি ত্রিপুরা, ক্রীড়া ও যুব সম্পাদক মাচাং খোকন বিকাশ ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাচাং খঞ্জন জ‍্যোতি ত্রিপুরা, সদর কমিটি সহ- সভাপতি মাচাংটি চনিতা ত্রিপুরা, ভাইবোনছড়া ইউপি. সাবেক সংরক্ষিত আসন মহিলা সদস‍্যা মাচাংটি কিরণ বালা ত্রিপুরা, বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মাচাং অভি রঞ্জন ত্রিপুরা প্রমূখ।

 

সভায় টিএসএফ ভাইবোনছড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাচাং রবিজয় ত্রিপুরা সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন টিএসএফ ভাইবোনছড়া ইউনিয়ন শাখার সভাপতি মাচাং লসমী ত্রিপুরা।

 

বক্তারা বলেন, যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। তাই সকল শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষা গ্রহণ করতে হবে। এছাড়াও  আর্থ-সামাজিক উন্নয়ন, বাল‍্যবিবাহ প্রতিরোধ , সংস্কৃতি রক্ষার্থে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান বক্তারা ।

 

 

বান্দরবানে জলবায়ু ধর্মঘট পালন করলো ইয়ুথ নেট।