বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত ১ জন।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৩/০৯/২০২২, ৭:০৫ PM / ১০
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত ১ জন।

নিজস্ব সংবাদদাতা 

বান্দরবানে পৌরসভার ৪ নং ওয়ার্ডের ক্ষুদ্র নৃগোষ্টির সাংস্কৃতিক ইনস্টিটিউট(কেএসআই) এর পাশে নতুন একটি বিল্ডিং এর নির্মাণ কাজের সময় নুরুল আজম(৩৬) নামে একজন শ্রমিকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

১৩ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫ টায় বিল্ডিং এর ছাদের পিলারের কাজের সময় বৈদ্যুতিক তারের খুব কাছে অবস্থান করায় অসাবধানতা বসত তারে হাত লাগায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।আহত আজম কক্সবাজার পেকুয়ার সৈয়দ আহাম্মদের পুত্র।

দুর্ঘটনার বিষয়ে তার সহকর্মী আবু তাহের জানায় ছাদের পিলারের রিং লাগানোর সময় তিনফুট দুরত্বে সে কাজ করছিলো,অসাবধানতাবশত তারে হাত লাগার কারনে সে তারের সাথে জড়িয়ে যায়,এবং কিছুক্ষণ পর ধাক্কা মেরে ফেলে দেয়।পরে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আশা হয়।

এ বিষয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মোঃ ইকবাল জানান হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে,বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

 

 

নাইক্ষ্যংছড়িতে ওএমএসের চাল বিক্রি শুরু।