বিলাইছড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০১/১০/২০২২, ৮:১৫ PM / ১৩
বিলাইছড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর।

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি,রাঙ্গামাটি।

 

বিলাইছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর।

১ লা অক্টোবর ( শনিবার) সময়ঃ ১২ : ০০ ঘটিকা ,বিলাইছড়ি উপজেলার ০১টি মা – এ পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা নিরাপত্তা ডিউটি সহ পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

তিনি প্রথমে সিসি ক্যামেরা লাগানো কন্ট্রোলরুমে পরিদর্শন করেন। পরে নিরাপত্তা ডিউটিতে থাকা পুলিশ সদস্য এএসআই (নিঃ) ০১ জন সহ মোট ০৬ জন,আনসার সদস্য ০২ জন কে ডিউটির ব্যাপারে সতর্কতা অবলম্বন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা প্রদান করেন,উক্ত পূজার অনুষ্ঠান সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত ১১ঃ০০ ঘটিকা পর্যন্ত চলমান থাকবে।

মহা ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অদ্য তারিখ থেকে শুরু হয়ে সপ্তমী,অষ্টমী,নবমী হয়ে ০৫ অক্টোবর/২০২২ খ্রিঃ ১৮ কার্তিক/১৪২৯ বঙ্গাব্দ,বিজয়া দশমীর দীন শারদীয় দুর্গার প্রতিমা বিসর্জনের মাধ্যমে এবারের পূজার কার্যক্রম শেষ হব বলে জানা যায়।

১/শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির ১নং বিলাইছড়ি ইউনিয়ন ১নং ওয়ার্ড বিলাইছড়ি সদর-। বিসর্জন দিবেন-কালী মন্দির ঘাট সংলগ্ন রাইংখং নদীর উওর পাশে।

এতে উপস্থিত ছিলেন সভাপতিঃ- জনি চক্রবর্তী, মসেক্রেটারীঃ – তপন কান্তি দে , পুরোহিতঃ সুকুমার চক্রবর্তী,তন্ত্রধারকঃ জুয়েল চক্রবর্তী।

তিনি আরও জানান, পূজা মন্ডপের আশপাশ এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক এবং নজরদারি অব্যাহত থাকবে বলে জানা যায়।

 

 

 

 

 

বাঘাইছড়ির কাচালং নদীতে দুই নৌকার সংঘর্ষে মাঝি রাম কুমার চাকমা নিহত।