ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত প্রায় ৪৮ হাজার


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৯/০৮/২০২০, ৬:১০ AM / ১৩২
ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত প্রায় ৪৮ হাজার

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৭৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে এক হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে

মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

দক্ষিণ আমেরিকার দেশটিতে এখন বৈশ্বিক মহামারীতে আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ সাত হাজার ৩৫৪ জন। আর করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯ হাজার ৮৮৮ জন।

করোনা আক্রান্তের দিক থেকে তালিকায় ওপরে থাকা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের জরিপে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দুই কোটি ২০ লাখ ছাড়িয়েছে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রেই ৫৪ লাখ ৮১ হাজার ৫৫৭ জন। আর ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ দুই হাজার ৭৪২ জন।

এ ছাড়া রাশিয়ায় ৯ লাখ ৩০ হাজার ২৭৬ জনের করোনা পজিটিভ এসেছে। গত বছরের শেষ দিনে চীনের উহানে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর মহামারীর রূপ নিয়ে পরবর্তী সময় তা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।