বড়ইছড়ি কাদেরী স্কুলে বৃক্ষরোপণ অভিযান।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৩/১০/২০২২, ১২:৩৮ PM / ১৭
বড়ইছড়ি কাদেরী স্কুলে বৃক্ষরোপণ অভিযান।

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)।

 

রাঙামাটির কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় চত্বরে বৃহস্পতিবার সকালে বৃক্ষরোপণ অভিযান করা হয়েছে। এইসময় মিষ্টি তেঁতুল, সনালো ফুল, রুদ্র পলাশ, বকুল, মহুয়া, তমাল সহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়।

কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) মারজান হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে স্কুলের দাতা সদস্য মোরশেদুল আলম কাদেরীর সঞ্চালনায় এইসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক মোঃ হুমায়ূন কবির এবং কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

 

কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা।