নিজস্ব সংবাদদাতা।
বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউপির ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর দুপুরে ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, আবদুল কদ্দুছ এর সভাপতিত্বে ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয় পরিদর্শন অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, ক্য শৈ হ্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকুব,( উপদেষ্টা বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগ, বান্দরবান ), নাছির,( সাধারণ সম্পাদক, বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগ), রফিকুল ইসলাম,(শিক্ষাঅনুরাগী,ভাগ্যকুল উচ্চ বিদ্যালয়), লুৎফর রহমান,( দাতা সদস্য, ভাগ্যকুল উচ্চ বিদ্যালয়) আব্দুর রহমান,( প্রধান শিক্ষক,ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয় )সহ বিভিন্ন শ্রেণীর ছাত্র ছাত্রী এবং অভিভাবক বৃন্দ।
এসময় প্রধান অতিথি স্কুলের শিক্ষকদের বেতন দেওয়ার জন্য প্রতিবছর জেলা পরিষদ থেকে দুই লক্ষ টাকা, স্কুলের লাইব্রেরী ও হলরুমের জন্য একটি দ্বিতল ভবন এবং ছাত্র-ছাত্রীদের বনভোজনের জন্য ৫০,০০০/(পঞ্চাশ) হাজার টাকা প্রদান করবেন বলে আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :