ভার্য্যাতলী মৌজার সাবেক হেডম্যান নীল চন্দ্র মারমা আর নেই


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২৯/০৯/২০২৩, ৭:৫৪ PM / ২৪
ভার্য্যাতলী মৌজার সাবেক হেডম্যান নীল চন্দ্র মারমা আর নেই

কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি।

রাঙামাটির কাপ্তাই ১১৯ নং  ভার্য্যাতলী মৌজার সাবেক হেডম্যান নীল চন্দ্র মারমা মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

গত বৃহস্পতিবার( ২৮ সেপ্টেম্বর)  রাত ১১ টা ৫০ মিনিটে তিনি অসুস্থ ও বাধর্ক্যজনিত কারনে চন্দ্রঘোনা মিশন হাসপাতালের কোয়াটারে পরলোক গমন করেন।
তিনি বর্তমান ভার্য্যাতলী মৌজার হেডম্যান ও  কাপ্তাই  উপজেলা হেডম্যান এসোসিয়েশন এর  সভাপতি থোয়াই অং মারমার পিতা।

আজ( শুক্রবার)  বেলা ৩ টায় ধর্মীয় কার্যাদি শেষে   কাপ্তাই ইউনিয়নের হরিন ছড়া মুখ গ্রামে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া শেষে তাঁকে সৎকার করা হয় বলে জানান তাঁর ছেলে হেডম্যান থোয়াই অং মারমা।

এদিকে তাঁর মৃত্যুতে রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা হেডম্যান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করছেন।