ভোরের প্রথম প্রহরে শহীদদের স্বরনে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৬/১২/২০২১, ১২:৫৬ PM / ১৭
ভোরের প্রথম প্রহরে শহীদদের স্বরনে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান সংবাদ দাতা:

বান্দরবানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে  ভোরের প্রথম প্রহরে   জেলা পরিষদ সংলগ্ন স্মৃতিসৌধে শহীদদের স্বরনে পুষ্পস্তবক অর্পণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের স্বরনে তোপধ্বনির মধ্য তাদের শ্রদ্ধা জানানো হয় এর পর জেলা পার্বত্য জেলা পরিষদের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং।
এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজী, পুলিশ সুপার জেরিন আখতার(বিপিএম),সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মার্মা সহ সরকারি উর্ধতন কর্মকর্তা।
এর পর জেলা আওয়ামিলীগ এর পক্ষ হতে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ এর সভাপতি কে শৈ হ্লা, সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী,আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর সহ জেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দ।

পর্যায়ক্রমে আওয়ামীলিগের অংগ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহীদদের স্বরনে পুষ্পস্তবক অর্পণ করেন।
রাজনৈতিক সংগঠনের পাশাপাশি , বিভিন্ন সামাজিক সংগঠন,  সর্বস্তরের জনতা স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহিদদের শ্রদ্ধা জানান।

পরে  বান্দরবান ট্যুরিস্ট পুলিশ  কার্যালয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি “হৃদয়ে বঙ্গবন্ধু” ও বান্দরবান পার্বত্য জেলায় সর্বোচ্চ ১০টি পর্বত ও ১০টি ঝর্ণা অনুসন্ধান কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী ।

উদ্বোধনী অনুষ্টানে  উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশ এর পুলিশ সুপার মোঃ আব্দুল হালিম, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী,জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, সত্যহা পাঞ্জে ত্রিপুরা, ট্যুরিস্ট পুলিশএর ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক,বান্দরবান জেলা মুক্তি যোদ্ধা কমান্ডার এবিএম আবুল কাশেম চৌধুরী বীর প্রতীক প্রমূখ উপস্থিত ছিলেন।