রাইখালীতে বন বিভাগের অভিযানে বানরছানা উদ্ধার।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৪/০৯/২০২২, ৪:৪৫ PM /
রাইখালীতে বন বিভাগের অভিযানে বানরছানা উদ্ধার।

ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি)।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জের অভিযান উপজেলার রাইখালী ইউনিয়ন এর ডংনালা স্কুল ছাত্রের নিকট হতে বানর ছানা উদ্ধার করা হয়েছে।

রবিবার(৪সেপ্টেম্বর) বেলা ১টায় রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো.কামাল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এছাড়া ঐ এলাকার লাম্বাগোনা এলাকা হতে বন্যপ্রাণী ক্ষতিকারক বৈদ্যুতিক তার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

রাইখালী রেঞ্জের বনপ্রহরী মো.হাসান জানান আমরা গোপন সুত্রে খবর পেয়ে স্কুল ছাত্রের নিকট হতে একটি বানরছানা উদ্বার করি। এবং হাতি বা অন্যান্য বন্যপ্রাণীর জন্য ক্ষতিকারক অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করি।

এসময় এলাকার ইউপি সদস্য উসাল অং মারমা, ইআরটি সভাপতি রহমতউল্লাহ,সহ-সভাপতি জামাল উদ্দিন ও নেজাম উদ্দিন উপস্থিত ছিলেন।

 

 

 

 

শেখ হাসিনার হীরকজয়ন্তী উন্নয়ন উৎসব উপলক্ষে কাপ্তাইয়ে কবিতা পাঠের আসর।