রাঙামাটির জেলার  শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই ইমাম উদ্দিন ফেলেন আইজি পুরস্কার 


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১২/১০/২০২৩, ১০:৪৩ PM / ১৭
রাঙামাটির জেলার  শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই ইমাম উদ্দিন ফেলেন আইজি পুরস্কার 

কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি।

রাঙামাটির জেলার  শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা  কাপ্তাই থানার উপ পরিদর্শক( এস আই) ইমাম উদ্দিন ফেলেন বাংলাদেশ পুলিশ এর  আইজি  (ইন্সপেক্টর জেনারেল) হতে নগদ অর্থ পুরস্কার।

বৃহস্পতিবার  ( ১২ অক্টোবর )  রাঙামাটি জেলা পুলিশ সুপার কার্যালয়ে জেলার মাসিক অপরাধ সভায়  ইন্সপেক্টর জেনারেলের  এর  পক্ষে এসআই ইমাম উদ্দিন এর হাতে  পুরস্কার তুলে দেন জেলা  পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম।

এসময়  অতিরিক্ত পুলিশ সুপার  শাহ মোহাম্মদ ইমরান,  সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  জাহিদ হাসান, কাপ্তাই থানার ওসি জসিম  সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ও জেলার  সকল থানার  অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।