চিরন বিকাশ দেওয়ান,রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।
রাঙ্গামাটির বাঘাইছড়ি “কাচালং শিশু সদনের প্রতিষ্ঠাতা সাদা মনের মানুষ মহাসংঘরাজ শ্রীমৎ তিলোকানন্দ মহাস্থবির মারা গেছেন ।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ কিডনি জটিলতায় ভুগছিলেন । চট্টগ্ৰাম থেকে চিকিৎসা শেষে সড়ক পথে বাঘাইছড়ি নিজ বিহারে ফেরার পথে ২ নভেম্বর বৃহস্পতিবার রাত ১১:৫৫ মিনিটে তিনি নিজ গাড়ীতেই মৃত্যু বরণ করেন।
শ্রীমৎ তিলোকানন্দ মহাথের ১৯৩৭ সালের ২৮ আগস্ট রাঙ্গামাটির শুভলং ইউনিয়নের বেতছড়ি গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। জীবদ্দশায় সমাজে অন্ধবিশ্বাস,কুসংস্কার দূরীকরতে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি ।পার্বত্য চট্টগ্রামে গরীব,অনাথ ও অসহায় শিশুদের শিক্ষা-দীক্ষায় অনাথালয় ও বিহার প্রতিষ্ঠিত করে মানব সেবায় অবদান রাখায় ২০০৭ সালে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও এটিএন বাংলা কর্তৃক তিনি “সাদামনের মানুষ” নির্বাচিত হয়ে স্বর্ণপদকে ভূষিত হন। ২০১১ সালে তিনি ৪র্থ মহাসংঘরাজ পদে অভিষিক্ত হন।
প্রয়াত ভান্তের শবদেহ বাঘাইছড়ির তাঁর নিজ বিহারে রাখা হয়েছে এবং বিহার কমিটির সিদ্ধান্তনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :