রাঙ্গামাটি পৌরসভা’র ফুটপাতে দোকান দখল মুক্ত অভিযান


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৭/০৫/২০২৩, ১১:২৬ PM / ১১০
রাঙ্গামাটি পৌরসভা’র ফুটপাতে দোকান দখল মুক্ত অভিযান

চিরন বিকাশ দেওয়ান,রাঙামাটি প্রতিনিধি।

 

রাঙামাটি পৌরসভার রাস্তা দখল করে ছোট ছোট দোকান চটপটি, কাচা সবজী, কাপড় সোপড় ফুটপঠে নানান প্রকার সমারোহের ব্যবসা চলছে।

এই অবস্থায় পরিবেশ দুষন ও পথচারীদের রাস্তা চলাচলে বিগ্ন হচ্ছে,ও জুরুরী পূন্য বাহী গাড়ী চলাচলের ও বিগ্ন ঘটছে।

এই বিষয়ে অনেক পথচারীর কাছে জানতে চাইলে,সাধারণ মানুষ জানান রাস্তার উপর এ ধরনের দোকান পাট নির্মাণের ফলে চলাচলের অনেক অসুবিধা সৃষ্টি হয়।

অভিযানে কিছুটা হলেও স্বস্থি পিরে পাবেন বলে জানান অনেকে।

এই অভিযান পরিচালনা করেন, রাঙামাটি পৌর সভার মেয়র আকবর হোসেন চৌধুরী সহ পৌর কাউন্সিলার জামাল উদ্দিন, পৌর সভার মূখ্য নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের নেজারত ডিপুটি ক্যালেক্টর মোহাম্মদ ইনামুল হাসান।

এছাড়া অভিযানে পৌরসভার পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযানে রাঙামাটি পৌরসভার রাস্তার দুই ধারে থাকা ভ্যান গুলো জব্দ করা হয়েছে, অস্থায়ী দোকান গুলো উচ্ছেদ করা হয়েছে, সড়কের দুই পাশে মোটর সাইকেল সি এন জি না রাখার জন্য মাইকিং করা হয়।

এই আদেশ অমান্য করিলে পরবর্তী জরিমানা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

 

 

আরো পড়ুন-

 

 

 

ইউজিডিপি’র সহায়তায় ডংনালায় সেচ ড্রেনের মাধ্যমে   প্রথমবারের মত বোরো আবাদ করল কৃষকরা