রাঙ্গামাটি সেনাবাহিনীর  অভিযানে বিপুল পরিমান গোলাবরুদ উদ্ধার


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৯/০৯/২০২৩, ১১:১৬ PM / ৩৫
রাঙ্গামাটি সেনাবাহিনীর  অভিযানে বিপুল পরিমান গোলাবরুদ উদ্ধার

রাঙ্গামাটি বুর‍্যো।

রাঙ্গামাটি রিজিয়নের বিশেষ অভিযানে এসএমজি,রাইফেলসহ বিপুল পরিমান গোলাবরুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

১৯ সে্প্টেম্বর   আনুমানিক সাড়ে ১২ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙ্গামাটি জোন ১টি বি টাইপ পেট্রোল তইন্নছড়ি যমচুগ এলাকায় গমন করে।

উক্ত এলাকার কিয়াংঘর এর নীচ হতে ১/এসএমজি ১/ চায়না রাইফেল টি-৮১ ,১/বোম্ব ৪০মি:মি:এইিই এমজি-৩,৩/ম্যাগাজিন(২/ এসএমজি এবং ১/রাইফেল) ১৪১ রাউন্ড গুলি এসএমজি এ্যামোনিশন,২৭ রাউন্ড রাইফেল ,এ্যামোনিশন এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিকাল ৫ ঘটিকায় উদ্ধার অস্ত্র গোলাবারুদ রিজিয়নের মাঠে সাংবাদিকদের সামনে প্রদর্শন করা হয়।

উদ্ধার কার্যক্রমের সময় নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেএসএস(মুল এর সন্ত্রাসী আত্নসমর্পন করে। রাঙামাটি জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সকল অস্ত্র গোলাবারুদ উদ্ধার, সশস্ত্র সন্ত্রাসী এবং চাদাবাজদের গ্রেফতারের ফলে নিরীহ জনমনে স্বস্তি পরিলক্ষিত হবে বলে আশা করা যায় বলে জানান।