রাজস্থলীতে তৃতীয়ধাপে টিসিবির পণ্য ন্যায্য দামে বিক্রয়।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৮/০৯/২০২২, ২:৪১ PM / ১০
রাজস্থলীতে তৃতীয়ধাপে টিসিবির পণ্য ন্যায্য দামে বিক্রয়।

চাইথোয়াইমং মারমা রাঙামাটি বুর‍্যো।

রাঙামাটি জেলা রাজস্থলীর ২নং গাইন্দ্যা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে তৃতীয়ধাপে টিসিবির পণ্য বিক্রয়। শনিবার ( ১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা হতে দুপর আড়াইটা পর্যন্ত উপজেলা রেষ্ট হাউজ মাঠ এলাকায় টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে।

গাইন্দ্যা নয় টি ওয়ার্ডে প্রায় ১হাজার ২শ’ ৬৩ জনকে কার্ড অনুযায়ী তেল,চিনি ও মুসুর ডাল ন্যায্য মূল্যে দামে বিক্রয় করা হয়। টিসিবি পণ্য উদ্বোধন করেন ২ নং গাইন্দ্যা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ক্যাসাচিং মারমা, নুরুল আলম মেম্বার, লামুচিং প্রমুখ ।

টিসিবির ডিলার যিশু দাশ গণমাধ্যম কে জানান,পণ্য নিতে এসে দীর্ঘ সারি লাইন ধরতে দেখা যায় । এতে কিছুটা বিলম্ব হলেও সঠিক ভাবে পণ্য সরবরাহ করতে ও বিতরণ পেরেছি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ঘিলাছড়ি ইউনিয়ন ও বাঙ্গালহালিয়াতে টিসিবির পণ্য বিক্রয় করা হবে বলে জানান।

রাজস্থলী উপজেলা সর্বমোট তিনটি ইউনিয়নে তিন হাজার আট,শত ৪০ জন কে টিসিবি পণ্য নায্য মূল্যে দামে বিতরণ করা হবে বলে প্রশাসন পক্ষে হতে জানা যায় ।

 

 

 

মারজান হোসাইন কাপ্তাইয়ের নতুন এসিল্যান্ড।